
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড টঙ্গীর মাম্দী মোল্যা স্কুল এন্ড কলেজের উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপিকে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লার পরিচালায় অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এড. মো: আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ভাষা সৈনিক আব্দুল মতিন, টঙ্গীস্থ কুমিল্লা সমন্বয় পরিষদের আলহাজ¦ মজিবুর রহমান, টঙ্গী কমার্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক সরকার জাহিদুল ইসলাম টিপু, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, মো: সিরাজুল হক, মাম্দী মোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক মকছুদুর রহমান রতন, সারোয়ার আলম রিপন, আলহাজ¦ মমিন উদ্দিন মোল্লা, আলহাজ¦ ছানাউল্লাহ মোল্লা, আল আকসা জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সর্দার আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিল্টন, জালাল মাহমুদম, শিক্ষক প্রতিনিধি সেলিনা আক্তার, আয়শা আক্তার ডলি, শহিদুল ইসলাম জুয়েল, হাসান আলী, আসাদুজ্জামান পলাশ, মনোয়ারা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেলকে সংবর্ধনা ক্র্যাস্ট তুলে দেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
