মালয়েশিয়ার উপক‚লে ৩৭ রোহিঙ্গা উদ্ধার, নতুন ঢলের আশঙ্কা

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: মালয়েশিয়ার সমুদ্র উপক‚ল থেকে ৩৭ জনকে উদ্ধারের পর তাদের মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করছে দেশটির পুলিশ। গতকাল সোমবার উদ্ধার করা এসব রোহিঙ্গা সমুদ্র পথে সেখানে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। নতুন করে রোহিঙ্গা প্রবেশের পর মালয়েশিয়ার পুলিশ মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা ঢল শুরুর আশঙ্কা প্রকাশ করেছে। ২০১৫ সালে মালয়েশিয়ায় মানবপাচার বিরোধী অভিযানের পর মিয়ানমার বা বাংলাদেশের শরণার্থী শিবির থেকে নৌকায় করে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার ঘটনা কমে গিয়েছিল। তবে বিগত কয়েক মাসে মালয়েশিয়া যেতে মিয়ানমার ও বাংলাদেশ থেকে নৌকায় চড়ে বসছেন অনেকে। গত মাসে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ পারলিসের সানগাই বেলাতি সৈকত থেকে ৩৫ অভিবাসীকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোরে একই সৈকতে নৌকা থেকে নামার পর সিমপাং এমপাত শহর থেকে ৩৭ ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান নুর মুসার মোহাম্মদ। তিনি বলেন, আমাদের ধারণা বড় নৌকায় করে আরও অনেককেই আনার পর সমুদ্রেই ছোট ছোট নৌকায় অল্প কয়েক জন করে বিভিন্নস্থানে পাঠানো হয়েছে। তিনি জানান, উদ্ধারকৃতদের শারিরীক অবস্থা ভালো রয়েছে। তাদের পর্যবেক্ষণের পর অভিবাসন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। দীর্ঘদিন বসবাস করে আসলেও রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয় না মিয়ানমার। ভারতীয় উপমহাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বিবেচনা করা হয় তাদের। মালয়েশিয়ার কর্মকর্তাদের ধারণা গতকাল সোমবার উদ্ধারকৃতরা মিয়ানমার বা বাংলাদেশ থেকে যেতে পারে। নুর মুসার বলেন, নৌকাগুলো কোথা থেকে এসেছে তা আমরা এখনও তদন্ত করে দেখছি। তবে আমাদের সন্দেহ এর সঙ্গে মানবপাচারকারীরা জড়িত রয়েছে। ২০১২ সালে রাখাইনে সহিংসতা শুরুর পর লাখ লাখ রোহিঙ্গা সমুদ্রপথে মিয়ানমার ছাড়তে বাধ্য হয়। রোহিঙ্গাদের এই ঢল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ২০১৫ সালে। ওই বছর প্রায় ২৫ হাজার রোহিঙ্গা আন্দামান সমুদ্র পাড়ি দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পৌঁছানোর চেষ্টা করে। তাদের অনেকেই সাগরে ডুবে প্রাণ হারায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here