অলিদুর রহমান অলি: টঙ্গীতে মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু। গতকাল দুপুরে এরশাদনগর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত দিনে আমাদের প্রাণপ্রিয় এরশাদ নগরকে সন্ত্রাসী ও মাদক কারবারীদের অভয়ারণ্যে পরিণত করেছিলো। তাদের মাদক কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি ছিলেন। আওয়ামী সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে এলাকাবাসীকে উদ্ধারের জন্য বহু সংগ্রাম করেছি। এ কারণেই আমাকে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে রেখে তারা নির্বিঘ্নে বিগত দিনে এরশাদনগরে ত্রাসের রাজত্ব কায়েম করছেন।তিনি আরো বলেন ২০১৬ সাল থেকে টানা প্রায় ৯ বছর আমি স্বৈরাচার সরকারের কারাগারে বন্দী ছিলাম। সম্প্রতি আমি জামিনে জেল থেকে মুক্তিলাভ করে এরশাদনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছি। কিন্তু জুলাই বিপ্লবের পরাজিত শক্তি আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইনে অসত্য ও ভুল তথ্য দিয়ে নানান ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মজিবর মাস্টার, সোহেল চৌধুরী, যুগ্ম সম্পাদক মিরাজ মিয়া, শাজাহান মিয়া, আলাউদ্দিন মিয়া, মনসুর মিয়া, জলিল মিয়া, জাহানারা জানু প্রমুখ।
মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
