Daily Gazipur Online

মিথ্যা ষড়যন্ত্রের শিকার আওয়ামী লীগ নেতা জজ মিয়া

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য জজ মিয়া। একটি কুচক্রী মহল মিথ্যা তথ্যের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী জজ মিয়া।
তিনি আরোও জানান, মো. মাসুদ নামের এক লোক আমার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মিথ্যা অভিযোগ করেছেন কিন্তু মাসুদ নামের অভিযোগকারীর সাথে আমার পূর্বের কোনো সম্পর্ক নেই বা আমি তাকে চিনিও না।
প্রকৃতপক্ষে, মোহাম্মদ আলী ও সামসুল মৃধার সঙ্গে পূর্ব শত্রুতা চলে আসছে। এনিয়ে একাধিক বার স্থানীয় ভাবে বিচার সালিশ হয়েছে। আমরাও সালিসে উপস্থিত ছিলাম। প্রতিবার সালিসে মোহাম্মদ আলী মিথ্যা প্রমাণিত হয়েছে। এরই জের ধরে মোহাম্মদ আলী মাসুদ নামের এক লোককে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়ে বিভিন্ন পন্থায় অপপ্রচার চালাচ্ছে বলে ধারণা করছি। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।।