
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট, জাল টাকা তৈরির মেশিন ও কাঁচামালসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর একটি দল।তাৎক্ষনিক ভাবে আটককৃতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোস্তাফিজুর রহমান আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ সোমবার দুপুরে এলিট ফোর্স র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন গনমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর মিরপুর সেকশন ১২ নম্বর, ব্লক-ই, রোড ৭, বাড়ি-৬২,মিরপুর-১২ নম্বর থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট, তৈরির মেশিন ও কাঁচামালসহ ছয়জনকে আটক করা হয়েছে।তাৎক্ষনিক ভাবে তাদের নাম জানা যায়নি। এবিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
