

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর শাখা হেযবুত তওহীদের উদ্যোগে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মিরপুর ১৩ নম্বরের ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় হেযবুত তওহীদের এমাম পবিত্র মাহে রমজানের লক্ষ্য-উদ্দেশ্য সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি মুসলিম জাতির সোনালী যুগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে জাতীয় এবং আন্তর্জাতিক সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।
হেযবুত তওহীদের মিরপুর থানা সভাপতি আব্দুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস এম সামসুল হুদা, আন্ত:ধর্মীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানি প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মাসে আমরা সকলেই সিয়াম সাধনা করি। এই রমজান আমাদেরকে ত্যাগ ও সাম্যের শিক্ষা দেয়। এই এক মাসের শিক্ষার প্রতিফলন আমাদেরকে বছরের বাকি সময়গুলোতেও করতে হবে। সমাজ থেকে সর্বপ্রকার অন্যায়-অবিচার দূর করতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদেরকে নিয়োজিত করতে হবে মানবতার কল্যাণে।
