ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইট্স এন্ড কালচারাল ফাউন্ডেশন-এজাহিকাফ’র উদ্যোগে ৬ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টায় ঢাকার পল্টন বাংলাটিভি৭১ মিলনায়তনে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র একজন মহান পিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ শাহ আলমের প্রযোজনায়, মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্রটি ২০২১ এর ডিসেম্বরে মুক্তি পায়। এ চলচ্চিত্রে উঠে এসেছে স্বাধীনতা যুদ্ধের পর নির্যাতিতা মেয়েদের(বীরাঙ্গনা) অনেকের পিতৃপরিচয় যখন অনিশ্চিত হয়ে পড়ে তখন জাতির পিতা তাদেরকে নিজের মেয়ে বলে স্বীকৃতি প্রদান করেন। এমন একটি ঐতিহাসিক ও ট্রাজিক গল্প নিয়ে চলচ্চিত্র ‘একজন মহান পিতা’। অভিনয় করেছেন -মির্জা আফরিন ও হিমেল রাজ,শেখ শাহ আলম,আলভি সরকার, সিফাত বন্যা, সৃষ্টি মির্জা, সাগরিকা মন্ডল, রাশেদুল ইসলাম রাজিব, রাশেদ রেহমান, শ্যামল কান্তি নাগ, রেশাদ রাকিব, সাজু আহমেদ, চান মিয়া সিকদার, শেখ রজনী, আব্দুর রাজ্জাক খোকন, এস বিজয়, সিদ্দিকুর রহমান, রেজাউল রাজু প্রমুখ।
মুক্তিযুদ্ধের চলচ্চিত্র একজন মহান পিতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এমজেএফ, সভাপতি, বঙ্গবন্ধু গবেষনা পরিষদ, উদ্বোধক- শেখ শাহ আলম, সভাপতি, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, প্রধান আলোচক-সৈয়দ ওমর ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি, যাত্রাবাড়ী প্রেস ক্লাব, বিশেষ অতিথি-মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক পিপলস পার্টি, এম এ জলিল, সভাপতি, জাতীয় গণতান্ত্রিক লীগ। সভাপতি-লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, সভাপতিমন্ডলীর সদস্য, এজাহিকাফ। অনুষ্ঠানে একজন মহান পিতা চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা শেখ শাহ আলমকে চলচ্চিত্রটি প্রযোজনা ও অভিনয়ের জন্য এজাহিকাফ সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।