ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল বলেছেন,মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন প্রেরণা ও শক্তির উৎস। মুক্তিযুদ্ধের কথা এলেই বার বার চলে আসে বঙ্গবন্ধুর কথা। মুক্তিযুদ্ধের পটভূমি রচনায় তিনি যেমন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তেমনই যুদ্ধের শুরুতেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং ৯ মাসের সশস্ত্র সংগ্রমে তিনি শক্তি ও সাহস যুগিয়েছেন। বঙ্গবন্ধু বাঙালি ও বাংলাদেশকে প্রতিনিয়ত আলোকিত করছে। বঙ্গবন্ধু ছিলেন অবহেলিত, নির্যাতিত ও নিষ্পেশিত মানুষের অভিসংবাদিত নেতা। তিনি মানুষকে হৃদয় ও অন্তর দিয়ে ভালোবাসতেন। বাঙালিরাও তাকে অনুরূপভাবে ভালোবাসতেন হৃদয়-অন্তরে। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে।
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উপলক্ষ্যে শুক্রবার ( ২৬ মার্চ ) গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মো: রেজা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: বায়জিত হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন,সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনসুর আহম্মেদ, আক্তারুজ্জামান, ফখরুল আলম, মুছা খান রানা,সম্পাদক শিমু সরকার,মোঃ তৌফিক ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (জিতু),কোষাধক্ষ্য মোঃ মেরাজ হোসেন,নির্বাহী সদস্য রওশনারা নুপুর,মোঃ বিল্লাল হোসেন,সদস্য হেলেন আক্তার, মোঃ রায়হান ইসলাম (আকাশ), মোঃ আওলাদ হোসেন,দৈনিক সময়ের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ মনির হোসেন সরকার প্রমুখ।