
ডেইলি গাজীপুর প্রতিবেদক : দুই বছর একমাস ১৭ দিন পর মুক্তি পেয়েছেন ২ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গুলশানে নিজ বাসা ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।
ফৌজদারি কার্যবিধির ৪০১-এর উপধারা ১ ধারা অনুযায়ী বয়স বিবেচনায় মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দণ্ড স্থগিত করে ৬ মাসের জন্য খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, মুক্ত থাকা সময়ে খালেদা জিয়াকে নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। ওই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
