মুগদা প্রেসক্লাব-এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণের মুগদা থানা অফিসার ইনচার্জ-এর সাথে সৌজন্য সাক্ষাত

0
148
728×90 Banner

মোঃ জাহিদুর রহমানঃ মুগদা প্রেসক্লাব-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যগণ মুগদা থানা অফিসার ইনচার্জ-এর সাথে এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। গত ১৩ আগস্ট ২০২২ শনিবার মুগদা থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর-এর কার্যালয়-এ সাক্ষাতকার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ কামরুল ইসলাম।
উক্ত মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতকার সভায় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আমিনুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম সেফু, অর্থ সম্পাদক এস এম মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন তালুকদার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী রাকিব আলম ও নির্বাহী সদস্য আকাশ আহমেদ বুলবুল প্রমুখ।
সভার শুরুতে সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। তিনি তার বক্তব্যে অফিসার ইনচার্জকে বলেন, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তিনি আগামী দিনগুলোতে এক সাথে মিলে মিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ মুগদা এলাকার বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরেন। বিশেষ করে মাদক, নারী-শিশু পাচার, জুয়া, পরিবেশ উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও যৌতুক, নারী নির্যাতন প্রভৃতি বিষয় গুরত্বের সাথে তুলে ধরেন। সভাপতি মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা মুগদা এলাকার পরিবেশ,শান্তি-শৃঙ্খলা ও মাদক নির্মূলে আপনাদের সাথে মিলে-মিশে কাজ করতে চাই। যে কোন সামাজিক কার্যক্রমে আমাদেরকে আপনাদের সাথে পাবেন।
আলোচনা সভা ও মতবিনিময় সভায় মুগদা থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর মুগদা প্রেসক্লাব-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের উষ্ণ অভ্যার্থনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সাংবাদিক ও আমরা একে অপরের পরিপূরক। আগামী দিনগুলোতে এক সাথে মিলে মিশে কাজ করতে চাই। আমরা এ এলাকায় মাদক, নারী পাচার, জুয়া ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এক সাথে কাজ করবো। এতদিন পর এ এলাকায় একটি প্রেসক্লাব হওয়ায় খুব খুশি হয়েছি। আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।
তিনি আরও বলেন, আমি এ থানায় যোগদানের পর থেকে মাদক নির্মূলকে প্রথম অগ্রাধিকার দিয়ে আসছি। মাদক নির্মূলে “জিরো টলারেন্স” হিসেবে কাজ করছি। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আমি আশা করবো আপনাদের চোখে যে কোন অসংগতি ধরা পড়লে আমাদেরকে অবহিত করবেন, যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here