মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীর উপর হামলায় জাতীয় পার্টির ক্ষোভ ও নিন্দা

0
231
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট মুজিবর রহমানের উপরে আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব জনাব আহসান হাবীব লিংকন তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তাঁরা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মুজিবর রহমান, যিনি মুন্সীগঞ্জ পৌরসভায় অতীতে তিনবার মেয়র পদে ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, তাঁর উপর আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী গতকাল সন্ধ্যায় অতর্কিত আক্রমণ চালিয়ে মারাত্মকভাবে তাঁকে আহত করেন। সারাদেশে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের সন্ত্রাসী বাহিনী সকল নির্বাচনকে প্রহসণে পর্যবষিত করার যে অপতৎপরতায় লিপ্ত মুন্সিগঞ্জের এ ঘটনা তার কোন ব্যতিক্রম নয়।
আমরা অবিলম্বে প্রশাসনিক কর্তৃপক্ষকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here