
মোঃরফিকুল ইসলাম মিঠু: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তরগত ৪ নং কাদরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড উত্তর চাঁদপুর খলিফা পাড়া নিবাসী মোতালেব হোসেন ( মানিক)মেম্বার প্রার্থী হিসাবে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন বলে জানান এলাকাবাসী। একলা বাসীর ভাষ্যমতে তার নম্রতা ভদ্রতা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। বৃদ্ব, যুবক সবার মুখে মুখে মানিকের জয়গান। মানিকের সাথে ফোনে কথা হলে তিনি বলেন বেশি দূর লেখাপড়া করতে পারিনি তাই আমার নির্বাচনী ইশতেহারের প্রথম শর্ত হল আমার নির্বচনী এলাকা নিরক্ষর মুক্ত করা। সামান্য একজন মেম্বার নির্বাচিত হয়ে কতটুকু জনগনের উপকারই করতে পারবো জানিনা।তবে ইউনিয়ন সম্পর্কিত সেবা গুলো তাদের ধার গোড়ায় পৌঁছাতে পারি সেই চেষ্টা করবো।
