Daily Gazipur Online

মোদি সরকার ভারতীয় সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত নির্যাতন করছে…..বাংলাদেশ মুসলিম সমাজ

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :আজ সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে ভারতীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন বলেন উগ্র-সাম্প্রদায়িক মোদি সরকার ভারতীয় সংখ্যালঘুদের স্বদেশভূমি ভারত থেকে বিতাড়িত করতে পরিকল্পিতভাবে নির্যাতন করছে এন আর সি সি এ কার্যক্রম এই ঘৃণ্য পরিকল্পনার অংশ দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে দাঙ্গা সৃষ্টি করে অসংখ্য সংখ্যালঘু মুসলিম গণহত্যা করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ মুসলিম অধ্যুষিত রাজ্যগুলিতে গন হত্যার পরিকল্পনা করছে কর্ণাটক রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে যা শেষ পর্যন্ত আদালতে গিয়েছে আদালত যে রায় দিয়েছে তা ভারতীয় মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা খর্ব হয়েছে। বাংলাদেশ মুসলিম সমাজ এই রায়ের তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছে অনতিবিলম্বে বিশ্বনেতাদের ভারতের এই হীন কর্মকান্ডের ব্যাপারে সজাগ দৃষ্টি দিতে হবে অন্যথায় ভারতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলামি পার্টির চেয়ারম্যান ও দৈনিক সরকার পত্রিকার সম্পাদক মাওলানা ওবায়দুল হক, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান মো আহসনর উল্লাহ শামীম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানসিহ অন্যান্য নেতৃবৃন্দ।