মোস্তফা জামানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

0
320
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর খ্যাতনামা সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিক মোস্তফা জামানের ২১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৬জুলাই যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাষ্ট, জামান মেমোরিয়াল একাডেমি, মোস্তফা জামান ফাউন্ডেশন, জামান স্মৃতি সংসদ, জামান স্মৃতি পাঠাগারের কর্মসূচীর মধ্যে রযেছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শ্রদ্ধাঞ্জলি অর্পন, কবর জিয়ারত, আলোচনা সভা, মোস্তফা জামান শিক্ষাবৃত্তি প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল।

বক্তব্য রাখছেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল

সকালে জামান মেমোরিয়াল একাডেমিতে প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মোস্তফা জামান শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিক, জামান মেমোরিয়াল একাডেমির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন খোকনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী আব্দুল খালেক, সমাজকর্মী আনোয়ার হোসেন, হাজী দানেশ মিয়া, হাজী হোসেন উদ্দিন, টঙ্গী উন্নয়ন পরিষদের দপ্তর সম্পাদক ডাঃ নয়ন পাটোয়ারী, আব্দুস সালাম মাতবর, আব্দুর রব, আবুল হোসেন পাটোয়ারী আজিজুল্লা পাটোয়ারী, রবিন, আব্দুর রহমান, ইকবাল হোসেন প্রমুখ। পরে কিছুসংখ্যক দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। বিকেলে সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট, মোস্তফা জামান ফাউন্ডেশন, জামান স্মৃতি সংসদ ও জামান স্মৃতি পাঠাগার আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ট্রাস্টি বোর্ডের সদস্য, সমাজকর্মী, রাজনীতিক আকতার হোসেন দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ড এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিক, জননেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ অধিকারী, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, মজিবুর রহমান মাস্টার, আঃ সালাম মাতবর, ওসমান আলী, সালাউদ্দিন খোকন প্রমুখ। উল্লেখ, টঙ্গীর এ সমাজকর্মী ১৯৯৮সালের এইদিনে মাত্র ৩০বৎসর বয়সে মারা যান ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here