
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের জহুরী মহল্লার বিহারি পট্টির বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে।
দি লাইফ সেভিং ফোর্স বাহিনী সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান. আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের জহুরী মহল্লার জান্নাতবাগ মাঠে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর, মিরপুর,হাজারীবাগ ও কল্যাণপুর থেকে মোট ১০ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন ৫টা ৫৫ মিনিটের সময় পুরোপুরি ভাবে নির্বাপন করা হয় ।
রাসেল শিকদার আরও জানান, অগ্নিকান্ডের কারণে জান্নাতবাগ মাঠে গড়ে উঠা বেশ কিছু বস্তি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষ।
