
ডেইলি গাজীপুর প্রতিবেদক:বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিটে সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জলবায়ু সংকট মোকাবেলায় করনীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মুশফেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, জেলা, মহানগর, ছাত্রফ্রন্ট ও বিভিন্ন পেশাজীবি বক্তৃতা প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “জলবায়ু সংকটের প্রভাব আমাদের দেশে পড়তে শুরু করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে এখনই সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। সবাইকে সচেতন হতে হবে। দায়ী উন্নত রাষ্ট্রসমূহের কাছে আমাদের মত ক্ষতিগ্রস্ত রাষ্ট্রসমূহের ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার হতে হবে।”
এ সময় সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছ বিতরণ করা হয়।
