
এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোশারফ হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম।
আজ ডিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যা রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের রায়েরবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ডিবি পুলিশ দুই হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মো. মোশারফ হোসেন (৪৮)কে গ্রেফতার করে ।
ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার মোশারফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী।দীর্ঘ দিন ধরে সে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
