মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে উপজেলার সাবেক যুবলীগের যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান (প্যানেল-২) মো. মনির হোসেন খান কে চেয়ারম্যান করায় অত্র ইউনিয়নের সাধারন জনগন সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালী ও বিক্ষোভ করেন।
র্যালী শেষে মঙ্গলবার দুপুরে নাগরীর উলুখোলা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে এক প্রতিবাদ সভা করেন।
এর আগে বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার সকাল থেকে দুপুর পযর্ন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী ঢাকা বাইপাস সড়কসহ নাগরী ইউনিয়নের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে । পরে ইউনিয়ন পরিষদে এসে বিক্ষোভটি মিলিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন -জেলা বিএনপির সেচ্ছাসেবকদল বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসেন,উপজেলা বিএনপির সেচ্ছাসেবকদল বিয়ষক সম্পাদন সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হান্নান মোল্লা, উপজেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক বেনজীর আহমেদ সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান আকন্দ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন নাসিম, উপজেলা যুবদলের সিনিঃযুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, যুবদল নেতা শাহিন মোল্লা, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয় সেচ্ছাসেবক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মাসুম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ খান জয়, সাধারন সম্পাদক নাফিজ তালুকদার,উপজেলা শ্রমিকদলের সভাপতি সিরাজ মৃধা, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন শেখ. ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে পালিয়েছেন ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এখনো আওয়ামীলীগের দোসররা বিভিন্ন দপ্তরে বহাল তরিয়াতে রহিহাছে তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ নাগরী ইউপির প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগের দোসর মনির হোসেন খান কে চেয়ারম্যান করা হয়। অনতি বিলম্ব ফ্যাসিস্ট সরকারের দোসরকে অপসারণ করে প্রশাসনের কাউকে দায়িত্ব দেওয়া হোক, না দিলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।