
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেলের জন্মদিন উপলক্ষে টঙ্গী থানা ছাত্রলীগ নেতা আসাদ সিকদারের ব্যক্তিগত উদ্যোগে মরকুন গুদারাঘাট এলাকায় ৫শ’ লোকের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, ছাত্রলীগ নেতা আল আমিন ইসলাম, রিফাত হোসেন, রাব্বি হাসান, জীবন আহমেদ, ইভান আহমেদ, তপন মিয়া, হাসান আহমেদ, সানি মিয়া, সাকিব আহমেদ, নাঈম আহমেদ, আসাদুল ইসলাম, মাসুদ আহমেদ মৃধা, সাজ্জাল আহমেদ, স্বপন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাত বার্ষিকী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে ৫শ’ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
