
ডেইলি গাজীপুর প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপিকে স্থানীয় আওয়ামী লীগ সংবর্ধনা দিয়েছে। সোমবার গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিফ ইকবালের পরিচালনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ খান, স্থানীয় আওয়ামীলীগের সভাপতি আলী মিয়া, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, হাজী জয়নাল আবেদীন, হানিফুর রহমান হানিফ, হাজী আসলাম, একে এম বশির উদ্দিন, কৃষকলীগ নেতা আব্দুল খালেক মাতাব্বর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমির হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম লস্কর, সফিকুল ইসলাম রিপন, যুবলীগ নেতা কাউসার আহমেদ সাগর প্রমুখ।
