Daily Gazipur Online

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলকে টঙ্গীতে সংবর্ধনা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর আউচপাড়া বাড়িওয়ালা ঐক্যপরিষদের উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেলকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শামসুদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবর মোল্লার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টঙ্গী আউচপাড়া বাড়িওয়ালা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান, শাহজালাল মিয়া, জহিরুল হক, এড. শরিফুল আলম, হাবিবুল্লাহ মিয়া, আফসার আলী, আনোয়ার হোসেন, হাজী বাবলু প্রমুখ।