Daily Gazipur Online

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনায় নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌছে দিলেন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি’র নির্দেশনায় গাজীপুরের পুবাইলে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা।
জানাযায়, চাষের ধান পেকে গেছে,করোনার কারণে শ্রমিক না পেয়ে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলো না গাজীপুর পুবাইলের ইছালী গ্রামের কৃষক সফর উদ্দিন, কৃষক লালু মিয়া ও বর্গাচাষী মুজিবুর রহমান।
তাদের ধান ঘরে তুলতে না পারার খবর পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি’র নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত সদর থানা কৃষকলীগের সাধারন সম্পাদক এর নেতৃত্বে গত শনিবার ৫০জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে কৃষকের ফসল ঘরে পৌছে দিয়েছে। রোববারও তাদের এই কার্যক্রম অব্যাহত ছিল বলে জানিয়েছে কৃষক সফর উদ্দিন, কৃষক লালু মিয়া ও বর্গাচাষী মুজিবুর রহমান।