যৌতুকের অভিযোগে তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুল্লাহর বিরুদ্ধে মামলা

0
25
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরির ২৮নং ওয়ার্ডের হাড়িনালের লাগালিয়া এলাকার মোছাঃ হাবিবা আক্তার বাদি হয়ে গত ২৪ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা নং ১৭৬৬/২০২৪ দায়ের করেন।
মামলা সুত্রে যানা যায়, মোঃ খালিদ সাইফুল্লাহ ওরফে জুয়েল মিয়া গত ১৯-১১-২০১৮ইং তারিখে রেজিস্ট্রি কাবিন করে মোছাঃ হাবিবা আক্তারকে বিবাহ করেন। বিবাহের পরে তাদের ঘরে একটি কন্যা সন্তান হয়। সুখের সংসার চলাকালে হাবিবার স্বামী খালিদ সাইফুল্লাহ স্ত্রী হাবিবাকে তাহফিজুল কোরআন মাদ্রাসা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাবিবার জমি বিক্রি করিয়ে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পরবর্তিতে মাদ্রাসা বর্ধিত করার কথা বলে আরো ১৫ লক্ষ টাকা জোগাড় করে দিতে বলে। এতে হাবিবা অপারগতা প্রকাশ করলে হাবিবার উপর শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু করে। টাকা দিতে না পারায় প্রতি রাতে হাবিবার উপরে চালাত শারীরিক নির্যাতন, নির্যাতন সইতে না পেরে হাবিবা এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের ঘটনাটি জানান। ঘটনা জেনে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা স্থানীয় ভাবে সালিশ করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেন। হাবিবা বলেন এলাকার লোকজনকে ঘটনা জানানোর কারনে সে আমার উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেন এবং বলেন তার সাথে সংসার করতে হলে তাকে তার চাহিদা মাফিক আরো ১৫ লক্ষ টাকা দিতে হবে। টাকা ছাড়া আমি তার সংসারে থাকতে পাড়বোনা বলে আমার শিশু সন্তান সহ আমাকে ঘর থেকে বের করে দেন। এবিষয়ে খালিদ সাইফুল্লাহর মোবাইল ফোনে কল করে জানতে চাইলে সে বলেন হাবিবার কথা সত্য নয়, সে আমার কথা মত চলেনা, হাবিবা আমাকে না জানিয়ে ঘর থেকে স্বর্ণলঙ্কার সহ অনেক টাকার জিনিসপত্র নিয়ে চলে গেছে। সে আমার নামে মিথ্যা মামলায় করেছে। উল্লেখ্য হাবিবা গাজীপুর সদর থানার কালনী গ্রামের মোঃ মনির এর কণ্যা এবং মোঃ খালিদ সাইফুল্লাহ ওরফে জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দর নগর উত্তরপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। সে লাগালিয়া মোরের তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here