রংপুরের ১২জুয়ারীকে গ্রেপ্তার

0
206
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: রংপুরের কাউনিয়া বাসষ্ট্যান্ড পানপট্রিতে অভিযান চালিয়ে ১২ জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপÍতার কৃতরা হলেন, কাউনিয়া নিজপাড়া গ্রামের মৃত আলহাজ্ব সফর উদ্দিনের ছেলে হুমায়ন কবিরতারা,একই গ্রামের সরদার আব্দুল হাকিমের ছেলে এনামুল হক, মৃত ময়েন উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন ও তারিকুল ইসলাম, মৃত শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের নিরশ চন্দ্রের ছেলে নিরঞ্জন চন্দ্র,সাহবাজ গ্রামেরমৃত নৈমুদ্দিনের ছেলে আব্দুল গফুর,তালুক শাহবাজ গ্রামের নুরুল হকের ছেলে আতাউর রহমানশাহীন, একই গ্রামের মৃত মহিরউদ্দিনের ছেলে আফাজুল ইসলাম,হরিশ্বর গ্রামের মৃত আব্দুর কুদ্দুস মিয়ার ছেলে মমিনুল ইসলাম,রংপুর মহানগরীর আলমনগরের আব্দুরর হমানের ছেলে আব্দুর রহিম,হলদিবাড়ি গ্রামের মৃত নগেন চন্দ্রদেব নাথের ছেলে অমল চন্দ্র দেবনাথ। বিষয়টি নিশ্চিতকওে কাউনিয়া থানা পুলিশের ওসি আজিল ইসলামবলেন, কাউনিয়া উপজেলার বাসষ্ট্রান্ড পানপট্রিতে হুমায়ন কবিরতারার টিনেরচালায় দীর্ঘদিন ধরেজুয়া খেলাচলে আসছিলো। গতকাল বুধবাররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানেঅভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদিসহ ১২জুয়ারুকে গ্রেপ্তার করাহয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করাহয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here