
সাহানুর রহমান,রংপুর: র্যাব-১৩ রংপুরের তাজহাট এলাকায় অভিযান চালিয়ে ৫ উগ্রপন্থী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর উপ-অধিনায়ক ও মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আলমনগর এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা সদরের কুপতলার তৈয়ব আলীর পুত্র আল শাহরিয়া আঅলম(৩১) ও পলাশবাড়ীর গারানটা গ্রামের শাহ ওবায়দুল হকের পুত্র শাহ মোঃ ফেরদৌস তাজিম(৩৪), রংপুর কোতয়ালী থানার পশ্চিম বাবু খার মৃত নওশাত আলীর পুত্র মনোয়ার হোসেন বিপ্লব(৩৩), একই এলাকার মৃত মোবারক আলীর পুত্র রিজমুল আলম(৪৫)এবং মহিদার রহমানের পুত্র আবুল কালাম আজাদ(৩৬) প্রমুখ।
র্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা উগ্রপন্থী সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আগামী ১০ নভেম্বর মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সামনে রেখে রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপুর্ন স্পর্শকাতর ব্যক্তি বা ভ্যীক্ত বর্গকে হত্যা এবং প্রজাতন্তের সম্পত্বির ক্ষয়ক্ষতি সাধনম বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্বা বা সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রিিত বিনষ্ট করার জন্য জনসাধারণরে ভিতর আতংক সৃস্টি ধর্মীয় অউগ্রবাদি মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির মারাত্বক অবনতি নাশকতা ঘটানোর পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানা, কুড়িগ্রাম সদর, টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা আছে।
