

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিপুল উৎসাহে রংপুর টাউন হল চত্বরস্থ নিজস্ব কার্যালয়ে রংপুর নাট্যকেন্দ্রের আয়োজনে ২৮ আগষ্ট ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করা হয়। দলের সাধারণ সম্পাদক জনাব রাজ্জাক মুরাদের সঞ্চালনায় এবং জনাব মাহাবুবুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সদ্যবিদায়ী মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা, নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী (থিয়েটার, ঢাকা) প্রমুখ।
বক্তাগন অনুকুল বা প্রতিকুল যে কোন পরিবেশে সংগঠিত হয়ে গণমানুষের স্বার্থে, সমাজের ইতিবাচক পরিবর্তনের নিমিত্তে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে সাংস্কৃতিক চর্চা ও আন্দোলনকে সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে রংপুর নাট্যকেন্দ্রের স্বনামধন্য শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত , গণসঙ্গীত, লোকসংগীত পরিবেশন করেন। আয়োজনটি ঘিরে রংপুরের শিল্পীসমাজে উদ্দীপনা পরিলক্ষিত হয়।
