Daily Gazipur Online

রফিকুল হক দাদুভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১০ অক্টোবর

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক, খ্যাতিমান ছড়াকার, নাট্যকার রফিকুল হক দাদুভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১০ অক্টোবর, মঙ্গলবার। ২০২১ সালের এদিনে তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদের হাট প্রেসিডিয়াম চেয়ারম্যান, দৈনিক যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের সভাপতি কবি ও কথাশিল্পী মুজতবা আহমেদ মুরশেদ ও সাধারণ সম্পাদক দৈনিক আনন্দবাজার সম্পাদক মুফদি আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন। এছাড়া দেশব্যাপী চাঁদের হাটের বিভিন্ন শাখাসমূহ দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে। মরহুমের পরিবার দিনটিকে স্মরণ করে তাঁর কবর জেয়ারত, কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। একইসাথে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করা হয়েছে।