

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ বুক ক্লাবে ও রবীন্দ্র পরিষদ, বাংলাদেশ এর উদ্যোগে ২৯ জুলাই বিকাল ৪ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে প্রাসঙ্গিকতা: রবীন্দ্র-নজরুল-বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা, বাংলাদেশ বুক ক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য কবি জাহানারা আরজু এবং প্রফেসর ড. সেলিমা সাঈদকে সম্মাননা প্রদান, গান, কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বুক ক্লাব এর সভাপতি,তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক, কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, লেখক, গবেষক গোলাম কুদ্দুছ, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক, কবি মিনার মনসুর, বাংলালিপি পত্রিকার সম্পাদক এবং রাইটার্স ক্লাব এর সভাপতি, কবি শেখ রবিউল হক। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বুক ক্লাব এর সহ-সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, শুভেচছা বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোট এর সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ, কবি হানিফ খান, প্রমিলা নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদ এর সহ-সভাপতি মসলেহ উদ্দিন খান মজলিশ। এছাড়া বাংলাদেশ বুক ক্লাব এর পক্ষ থেকে মাহমুদ খান বিজু ও শাহিনুর আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বুক ক্লাব এর মহাসচিব সালাহউদ্দীন কুটু।
আবৃত্তি পরিবেশন করেন- আবৃত্তি শিল্পী মাহফুজা মিরা, তারেক আলী মিলন, আইভী ভূইয়া । এছাড়া বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোটের অন্তর্ভুক্ত সংগঠনের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
