

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাঙামাটি শহরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ২ জন সদস্য। নিহতরা হলেন সার্জেন্ট ইসা রুহুল্লাহ (৪০) ও এফএস দাউদুল হাসান (৩৯)।
সোমবার ২৫ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে শহরের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন পাবলিক হেলথ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত দাউদুল হাসানের বাড়ি ভোলা সদরের কালিবাড়ি এলাকায় আর ইসা রুহুল্লাহ সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পাহাড়িকা বাসের সাথে বিপরীতমুখী থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হেলমেট না থাকায় তাদের মুখ ও মাথা থেতলে গেছে বলে জানা গেছে।
