
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে এক সিএনজি চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে সিএনজি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ আকাশ মিয়া (৩৫) ও মোঃ জামাল শেখ (৩০)। এ সময় তাদের হেফাজত হতে চুরি করা সিএনজি ও অচেতন অবস্থায় সিএনজি চালক মো: জয়নাল (৪৫)কে উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে রামপুরা-ডেমরা লিংক রোডের ত্রিমোহনী ব্রীজ ও নাগদারপাড় ব্রীজের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মো: মাসুদুর রহমান পিপিএম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে রামপুরা-ডেমরা লিংক রোডের ত্রিমোহনী ব্রীজ ও নাগদারপাড় ব্রীজের মাঝামাঝি জায়গায় চেকপোস্ট ডিউটি করছিল খিলগাঁও থানা পুলিশ। রাত ৮টার দিকে রামপুরা হতে ডেমরাগামী একটি সিএনজিকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। পুলিশের সংকেত পেয়ে সিএনজিটি রাস্তার পাশে থামিয়ে এর ভিতরে থাকা কয়েকজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের মধ্যে সিএনজি চোর দলের সক্রিয় সদস্য-মোঃ আকাশ মিয়া (৩৫) ও মোঃ জামাল শেখ (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। পরে পুলিশ ওই সিএনজির ভেতর থেকে অচেতন অবস্থায় গাড়ি চালক মো: জয়নাল (৪৫)কে অচেতন অবস্থায় উদ্বার করে। সে উক্ত সিএনজির প্রকৃত চালক বলে পুলিশ জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা সংঘবদ্ধ সিএনজি চোর দলের সক্রিয় সদস্য। তারা সিএনজি চালক জয়নালকে সরবতের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে তার সিএনজি চুরি করে নিয়ে পালাচিছল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই আসামীকে মঙ্গলবার ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
