রাজধানীতে এক হাজার লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
120
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার লিটার দেশীয় তৈরী চোলাই (বাংলা) মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর একটি দল।
র‌্যাব-(১০) এর (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতরা হচেছ, আইজির রাম মা (৪৫), ওরা রাম মা (৪২) ও আপার বাবু (৪০)।
এ সময় তার নিকট থেকে এক হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও নগদ এক হাজার আটশত সাইত্রিশ টাকা উদ্ধার কার হয়।
র‌্যাব জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় একটি অভিযান চালিয়ে এক হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আইজির রাম মা (৪৫), পিতা- মৃত ডেমরু, ওরা রাম মা (৪২), পিতা- মৃত ডেমরু, ও আপার বাবু (৪০) পিতা- মৃত পদ রাজু,। এদের তিন জনের গ্রামের বাড়ি একই এলাকার সাং- ৩নং সিটি কলোনি দ্বিতীয় তলা দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড এর বিপরীতে, থানা- গেন্ডারিয়া, ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ গেন্ডারিয়া থানাসহ ঢাকা শহরের আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এবিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here