
এস, এম মনির হোসেন জীবন : রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি এবং জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত ও বিপননকারী সংঘবদ্ব চক্রের সক্রিয় দুই সদস্যকে বিভিন্ন সরঞ্জামাদীসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – আঃ রহমান হাওলাদার (২২) ও মোঃ আবুল কালাম শিকদার (৩৩) ।
এসময় তাদের নিকট থেকে জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের ১০টি (২০ টাকার- ৩টি, ১০ টাকার- ৪ টি, ৫ টাকার- ২টি, ২ টাকার- ১ টি) ডাইজ প্লেট ৫টি পজিটিভ ২টি মোবাইল ফোন ও নগদ- ৪ হাজার ৯২০ জব্দ করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারস্হ র্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়।
এসময় র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মাহফুজুর রহমান বিপিএম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েবসহ র্যাবের অন্যান্য উধব”তন কম’কতা’রা এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, র্যাব-১০ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীতে বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রনযোগ্য বিভিন্ন সরকারী রেভিনিউ স্ট্যাম্প ও জাল বাংলাদেশ কোর্ট ফি জাল জালিয়াতির মাধ্যমে বেশ কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল বাংলাদেশ কোর্ট ফি প্রস্তুত ও বিপনন করে আসছিল।
র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে রাজধানীর কোতয়ালী থানার তাঁতিবাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ৬১ লাখ ৫৬ হাজার টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি এবং সে গুলো তৈরির বিভিন্ন সরঞ্জামাদী সহ ২ জনকে গ্রেফতার করে।
র্যাব জানান, একষট্টি লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সমমূল্যের ৪০ হাজার ৮০০টি ২০ টাকার জাল বাংলাদেশ কোট ফি ও ৫ লাখ ৩৪ হাজার পিস ১০ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প এবং তৈরির সরঞ্জামাদীসহ আঃ রহমান হাওলাদার (২২) ও মোঃ আবুল কালাম শিকদার (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল বাংলাদেশ কোট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত ও বিপননকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ এই জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তÍত ও সরবরাহ করে আসছিল।
সংবাদ সম্মেলনে র্যাব আরও জানান, ১ নং আসামী আঃ রহমান হাওলাদার এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দুই কোটি এগার লক্ষ বাহাত্তুর হাজার টাকা সমমুল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল বাংলাদেশ কোট ফি তৈরী ও সরবরাহ করার অপরাধে একটি মামলা রয়েছে। এছাড়া সে এই মামলার একজন পলাতক আসামী বলে জানা যায়।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
