
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর ফার্মগেট ও তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পাঠাও চালক ও এক পথচারী এক ব্যক্তি সহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত একটি বাস পুলিশ আটক করেছে।
নিহত পাঠাও চালকের নাম কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫) ও আজিজুল হক (৫৫)।
বুধবার দিবাগত রাতে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে ও আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত মোড়ে আলাদা দু’টি সড়ক দুর্ঘটনায় ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী হোসেন খান আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত মোড়ে দুই বাসের চাপায় আজিজুল হক (৫৫) এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ৭টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনা কবলিত একটি বাস পুলিশ আটক করেছে। গাড়ি চালক কৌশলে পালিয়ে গেছে।
ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাআলম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
অপর দিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো: বাচ্চু মিয়া আজ জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান দ্রæতগতিতে এসে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল (পাঠাও) চালক কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফার খালাতো ভাই মো. ফয়েজ এর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের বাড়ি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকায়। মোস্তফার বাবার নাম আবুল হোসেন ওরফে আব্দুল আওয়াল। মোস্তফা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মো: বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পৃথক দুর্ঘটনার বিষয়টি সংশ্লিস্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
