Daily Gazipur Online

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র সহ দুইজনের মৃত্যু

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর ডেমরা ও লালবাগ পৃথক দু’টি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্র সহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- স্কুল ছাত্র মোফাজ্জল হোসেন রিয়াব (১৩) ও শামীম হোসেন বেপারীকে (২৩)। আজ শুক্রবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত বলে ঘোষনা করেন।
আজ শুক্রবার (২ আগস্ট) সকালে ডেমরা থানার কোনাপাড়া ও লালবাগ থানার শহীদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান আজ শুক্রবার দুইজন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক পুলিশ ও নিহতের দাদি সাহিদা বেগম আজ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডেমরা থানার কোনাপাড়া আরাবারি মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল রিয়াব। এসময় মাঠের পাশে একটি দোতলা ভবনে বল গেলে কুড়িয়ে আনতে যায় সে। সেখানেই রিয়াব বিদ্যুৎস্পৃষ্ট হয়। রিয়াব কোনাপাড়া আরাবারি বটতলা এলাকার সালাউদ্দিন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. দিদার হোসেন।
এদিকে,নিহত শামীমের সহকর্মী আমির হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে লালবাগ থানার শহীদ নগর এলাকায় প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হন শামীম। তাকে উদ্বার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীরের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টোলারচর গ্রামে। তার বাবার নাম মো. আলী বেপারী। শহীদ নগর ১০ নম্বর গলিতে আড়া প্লাস্টিক কারখানায় কাজ করতেন শামীম।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান আজ জানান, নিহত দুইজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। এঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।