রাজধানীতে ভ্রাম্যমান আদালতের অভিযান : দেড় লাখ টাকা জরিমানা

0
100
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর দ্রব্য দিয়ে চিপস প্রস্তুত করার অভিযোগে রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক।এসময় কদমতলী থানা পুলিশ সদস্যরা অংশ নেয়।
ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ জানানো হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কদমতলীর খোরশেদ আলী রোডের ডি আর ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর দ্রব্য দিয়ে চিপস প্রস্তুত করার দায়ে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে
এতে আরও বলা হয়, রাজধানীর ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকায় সোমবার বিকেলে একটি বাসায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হচেছ- মোছাঃ মনি আক্তার (২৪), মোসাঃ খোদেজা আক্তার ওরফে খুদী (৪০) ও মোছাঃ ফরিদা ইয়াসমিন ওরফে সাথী (৫৫)।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here