Daily Gazipur Online

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জন গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ৫৮ কেজি ৯১০ গ্রাম গাঁজা, ১৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু করা হয়েছে।