Daily Gazipur Online

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৬৩

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৬ হাজার ২৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৪ গ্রাম (২৫৩) পুরিয়া হেরোইন ও ১ কেজি ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোট ৬৩জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি পৃথক মামলা রুজু করা হয়েছে।