
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর সায়েদাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে কাঁঠালের ভেতরে লুকিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ রেলওয়ে পুলিশের টিএসআই স্বামী-স্ত্রী এক দম্পতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-৪) এর একটি দল। আটকরা হলেন- রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলী বেগম (৩৯)। এ সময় তাদের বহন করা কাঁঠালের ভেতরে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার রাজধানীর সায়েদাবাদ এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা সহ আটক করা হয়।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-৪ সুৃত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থেকে রেলওয়ে পুলিশের সদস্য বাবুল থন্দকার তার শ্বশুরবাড়ি থেকে গোমতি এয়ারকন পরিবহনের একটি বাসে স্ত্রীসহ ঢাকায় আসছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৪ এর একটি দল বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকায় ওই বাসটিতে তল্লাশি চালিয়ে স্ত্রীসহ বাবলুকে শনাক্ত করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা কাঁঠালের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় পুলিশের টিএসআই স্বামী বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলী বেগমকে আটক করা হয়। পুলিশের টিএসআই বাবলু খন্দকার রেলওয়ে পুলিশে চাকরি করার আড়ালে ব্রাহ্মণবাড়ীয়া থেকে ট্রেনে করে নিয়মিত ঢাকায় ইয়াবা ও গাঁজার চালান নিয়ে আসতেন। আটক বাবলু খন্দকারের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। আর শ্বশুরবাড়ি কসবায়। তারা রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় থাকেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে একটি মাদকের মামলা রয়েছে ।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ আজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। প্রাথমিক জিঞ্জাসাবাদে ধৃত স্বামী স্ত্রী ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
