
এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন-আলী হোসেন (৩১) ও মো. রিদোয়ান (২৩)।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশান জোনাল টিম ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সোমবার (১৪ অক্টোবর) ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েন ১০ হাজার পিস ইয়াবা উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ হাজার পিস ইয়াবা সহ আলী হোসেন (৩১) ও মো. রিদোয়ান (২৩) নামে দুই মাদককারবারিকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দার উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন,আটকরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকায় নিয়ে আসতো। পরবর্তীতে তারা রাজধানীর ওয়ারী ও সূত্রাপুর থানা এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা গুলো বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
