Daily Gazipur Online

রাজধানীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগ ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রবিউল হাসান ওরফে রবিন (২১), মোঃ আরিফ (২৮), মো: আকতার হোসেন (৩৫) ও (৪) মো: ইউসুফ (৫০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ বৃহস্পতিবার এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার বিকেল ৩টার দিকে গোয়েন্দা (লালবাগ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাসের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী থানার টেকনিক্যাল স্কুলের সামনে চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি মিনিবাস তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে মিনিবাসের পেছনে বিশেষ কায়দায় তৈরি বক্স থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।