রাজধানীর অধিকাংশ মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ : ফায়ারের ডিএডি

0
95
728×90 Banner

মনির হোসেন জীবন : “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী ” সদরদপ্তর জোন-১ এর ডেপুটি এ্যাসিষ্ট্রেন ডিরেক্টর (ডিএডি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ বলেছেন, রাজধানীর বেশিরভাগ মার্কেট ফায়ার সার্ভিসের দিক নির্দেশনা পুরোপুরি ভাবে বাস্তবায়ন করা হয়নি। কিংবা করেনি। তাই অধিকাংশ মার্কেট এবং কাঁচাবাজার গুলো কমবেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই অধিকাংশ মার্কেটই কমবেশি ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় বড় ধরনের অগ্নিদুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।
গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ এবং ব্যবস্থাপনা
সার্বিক নয় উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা একটি সার্ভে করে ফরম ফিলাপ করেছি। আগুন নির্বাপণের জন্য বা দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য যেসব সাজ সরঞ্জাম প্রয়োজন, এ মার্কেটে সেসব ব্যবস্থাপনা অপ্রতুল বা পর্যাপ্ত নয়। আমরা অনুরোধ করবো, যেন মার্কেট গুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হয়।
উপ-সহকারী পরিচালক বলেন, এই মার্কটে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসলে এবং অন্ততপক্ষে আন্ডার গ্রাউন্ডে পর্যাপ্ত পরিমান পানির ব্যবস্হা থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (জিজিএফআই) একটি সমন্বিত দল গাউছিয়া মার্কেট পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের ডিএডি বজলুর রশিদ বলেন, আমরা এখানে এসেছি নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে। বঙ্গবাজারে আগুনের সঙ্গে এ পরিদর্শনের কোনো মিল কিংবা সম্পর্ক নেই।
রাজধানীতে এই মুহুত্বে কত গুলো মার্কেট ঝুঁকিপূর্ণ, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে ঠাঁটারিবাজার, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, চকবাজারসহ বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তিনি বলেন, প্রকৃতপক্ষে সব মার্কেটেই কিছু না কিছু ঝুঁকি রয়েছে। তার কারণ, কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। তাই আমাদের দৃষ্টিতে বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ করবো মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা যেন শতভাগ বাস্তবায়ন করা হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এ মার্কেটে ৪৩০টি দোকান রয়েছে। মার্কেটের ওপরের তলাগুলোতে পাইকারি ব্যবসায়ীদের অফিস ও গুদাম। মার্কেটে ফায়ার এক্সটিংগুইশার আছে, এছাড়া যা যা থাকা দরকার তা নেই বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ এবং সার্বিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, গাউছিয়া মার্কেটে শুধু ফায়ার সার্ভিস নয়, এনএসআই-ডিজিএফআই প্রতিনিধিসহ আমরা পরিদর্শন করেছি। একটি সার্ভে করে ফরম ফিলাপ করেছি। পরিদর্শনে বিদ্যমান ঘাটতিগুলো সমাধানে সুপারিশ দ্রুতই মার্কেট নেতাদের কাছে দেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাউছিয়া মার্কেটটি ৬/৭ তলা। এখানে ৬ টি সিড়ি রয়েছে। এটা মার্কটের জন্য ভাল। তবে, এগুলো উন্মোক্ত নয়, এটি সব সময় উন্মোক্ত রাখতে হবে। সিঁড়ির নিচে কোন ধরনের দোকানপাট রাখা যাবে না। মার্কেটগুলো ফায়ার সার্ভিসের চাহিদা ফুলফিল করতে পারেনি। ঢাকার বেশিরভাগ মার্কেটই আমাদের চোখে ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, দোকান বসার কারণে সবগুলোই অপ্রশস্ত হয়ে পড়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে এসব সিঁড়ি দিয়ে পর্যাপ্ত মানুষ নামতে পারবে না। বৈদ্যুতিক তার যেখানে-সেখানে ঝুলে রয়েছে। এছাড়া মার্কেটটিতে স্বয়ংক্রিয় ফায়ার এলার্ম ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছিল। কিন্ত সেটিও এখনও করা হয়নি।
২০২০ সালে মার্কেটটিতে একটি অগ্নি মহড়া হয়েছিল। মহড়া শেষে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছিল, যার কিছু বাস্তবায়ন হয়েছে। দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে কাজ করবে, সেজন্য পর্যাপ্ত পানির ব্যবস্থাও এখানে নেই। রিজার্ভ পানি থাকলেও সেটা পর্যাপ্ত নয়।
পরিদর্শন কালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আল মাসুদ, গোয়েন্দা সংস্হা এনএসআই-ডিজিএফআই প্রতিনিধিসহ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাসসহ দোকান মালিক সমিতির বিভিন্ন নেতারা এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here