রাজধানীর তুরাগে সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে বিএনপির প্রতিবাদ সভা

0
39
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান: ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা ৫৪ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরা কামারপাড়া স্কুল মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৮ আসনের বিএনপি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোঃ মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আফাজ উদ্দিন আফাজ, তুরাগ থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ জহিরুল ইসলাম,রিপন হাসান খান,বিএনপি নেতা আবুল হোসেন,ঢাকা মহানগর বিএনপির অন্যতম নেত্রী শিখা,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি তুরাগ এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান।
সভাপতির বক্তব্যে হাজী মোঃ শফিকুল ইসলাম বলেন,বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে ৫৪ নং ওয়ার্ডে বিএনপির কার্যক্রম পরিচালনা বা কমিটি গঠনের জন্য কোনো মানুষ পাওয়া যেত না। অথচ আজকে এই ওয়ার্ডে নব্য বিএনপি কর্মীদের ছড়াছড়ি দেখা যাচ্ছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি এবং অরাজকতা সৃষ্টি করছে। তাদের যেকোন মূল্যে প্রতিহত করে ৫৪ নং ওয়ার্ডকে একটি চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি হাজী মোঃ মোস্তফা জামান তার বক্তব্যে বলেন,তুরাগ ও উত্তরা এলাকায় বিএনপির কোনো নেতার নামে বা অন্য কারও নামে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এ ধরনের নৈরাজ্য ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ। তুরাগে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। আমি আজ থেকে এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করছি। তিনি আরও জানান,আমরা ছাত্র, জনতা এবং শিক্ষকদের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করব, যারা মনিটরিং করবে কারা চাঁদা সংগ্রহ করছে এবং তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। হাজী মোস্তফা জামান আরও বলেন, এই কামারপাড়া স্কুলে আমি সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। তখন স্কুলের ব্যাপক উন্নতি হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে স্কুলের সম্পত্তি বঙ্গবন্ধু ট্রাস্টের নামে লিখে দেওয়া হয়। আমরা জনগণের সহযোগিতায় সেসব সম্পত্তি আবার স্কুলের নামে ফিরিয়ে আনতে চাই।
তিনি শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সবসময় দাবি করেন যে তিনি তার ছেলে-মেয়েদের জন্য কিছুই করেননি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শেখ হাসিনা ও তার পরিবারের প্রত্যেক সদস্য সর্বোচ্চ ১০ কাঠার প্লটসহ পূর্বাচলে ৬০ কাঠার প্লট গ্রহণ করেছেন।
আমরা অনতিবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি জানাই। এই প্রতিবাদ সভার মাধ্যমে বিএনপি তুরাগের সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করার অঙ্গীকার করেছে এবং জনসাধারণের সমর্থনে এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here