রাজধানীর দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুরেে জেএমবি’র ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

0
267
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুরের দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুর পৃথক দু’টি থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর সদস্যরা।
আজ শুক্রবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (মিডিয়া) মো: সাজেদুল ইসলাম সজল এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মোঃ মোতাহার হোসেন ওরফে জামিল হাসান, (৩৪), জেলা- গাজীপুর, মোঃ মুরশিদুল আলম ওরফে শিহাদ ওরফে মুরশিদ (৩৩), জেলা- লক্ষীপুর, ও সাইফুর রহমান (২২), জেলা- সিলেট। গ্রেফতারকৃতদের কাছ হতে আনসার আল ইসলাম এর বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য মোঃ মোতাহার হোসেন ওরফে জামিল হাসান ও মোঃ মুরশিদুল আলম শিহাদ ওরফে মুরশিদকে রাজধানীর দারুস সালাম থানাধীন দারুস সালাম টাওয়ারের সামনে হতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তত্যমতে র‌্যাব সদস্যরা সিলেটের জৈন্তাপুর থেকে অভিযান চালিয়ে সাইফুর রহমান (২২ কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তারা আনসার আল ইসমলামের অপরাপর সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে জঙ্গি সংগঠনে অর্থ সরবরাহ করে আসছিল।
জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানান, কথিত খেলাফত প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতাকারীদের উপর তারা আকস্মিক আক্রমন করে কঠোর শাস্তি বা টার্গেট কিলিং করে থাকে।
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তার মধ্যে গ্রেফতারকৃত মোঃ মোতাহার হোসেন ওরফে জামিল হাসান (৩৪) আনসার আল ইসলামের নরসিংদী জেলার আমির পর্যায়ের একনিষ্ঠ সদস্য।
তিনি আরও জানান, বর্তমানে তিনি নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম এর টাকা কালেকসনের দায়িত্ব পালন করে আসছলি। এছাড়া বাকী দুইজন তারা ও আনসার আল ইসলাম এর শীর্ষ নেতাদের সাথে সে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here