Daily Gazipur Online

রাজধানীর বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা আটক

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মূলহোতা হৃদয় (১৯)কে আটক করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিমের সদস্যরা।
ডিএমপি’র গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোপনে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে হৃদয়কে আটক করে। এর আগে পুলিশ বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে ডিএমপি’র বাড্ডা থানা পুলিশ। বর্তমানে হৃদয় ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম আজ মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাড্ডা থানা পুলিশ আজ রাতে জানান, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান মা তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
উল্লেখ্য যে, শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু (৪০)কে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রেনুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার বাড্ডা থানায় ৪০০/৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাগনে নাসির উদ্দিন।