রাজধানীর ভাটারায় একাদিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী গ্রেফতার করে গাছা থানা পুলিশ

0
167
728×90 Banner

সানাউল্লা স্বপন:’’ গাজীপুরের গাছা থানা পুলিশ একাদিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মাজেদ ০৭ টি সাজাপ্রাপ্ত সিআর ওয়ারেন্ট, ০৭ টি সিআর ওয়ারেন্ট ও ০১ টি জিআর ওয়ারেন্ট সহ ০১ (এক) জন আসামী। মোঃ মাসুদুর রহমান মাজেদ (৫০)কে আজ রাতে রাজধানীর ভাটারা থানাধীন হিমবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।’’
১৯৮৪ সালে চট্রাগ্রাম আগ্রাবাদ দেশ গামেন্টস্ সেক্টরে সুপারভাইজার হিসেবে চাকরি জীবন শুরু করেন, ঢাকাস্থ কমলাপুর খলিল গ্রুপে লাইন চিফ হিসেবে চাকরি করেন, এনভয় গ্রুপে পি.এম হিসেবে চাকরি করেন এবং ইউলস গ্রুপে জি.এম হিসেবে চাকরি করেন পারর্তীতে ২০০৭ সালে গাজীপুরস্থ কোনাবাড়ীতে ফাহিম এ্যাটায়ার এন্ড কম্পোজিট লিঃ নামক প্রতিষ্ঠান তিনি নিজেই ব্যবস্থাপক হিসেবে পরিচালানা করেন। ব্যবসাহের এক পর্যায়ে গামেন্টস ফেব্রিক্স ও এক্সেসরিজ মালামাল ক্রয় করিয়া টাকা পরিশোধ না করায় বিভিন্ন বাদী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন (সাজপ্রাপ্ত সিআর নং- ৮৬৭/১১, সাজপ্রাপ্ত সিআর নং- ২০৭২/১০, সাজপ্রাপ্ত সিআর নং-৮৪৪/১০, সাজপ্রাপ্ত সিআর নং-৯৮৮/১০, সাজপ্রাপ্ত সিআর নং- ৩০৬/১৪, সাজপ্রাপ্ত সিআর নং- ৭৯০/১০, সাজপ্রাপ্ত সিআর নং-৮৭১৪/১৩ মোট- ০৭ টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট), (সিআর নং- ৪৯০/১৯, সিআর নং-১৯৪/১৮, সিআর নং-১১৫৪/১৪, সিআর নং-৮৮১/১৮, সিআর নং-৬৮১/১২, সিআর নং-৬৫২/১৮, সিআর নং-৬৫১/১৮ মোট- ০৭ টি সিআর মোকাদ্দমা ওয়ারেন্ট) এবং (জয়দেবপুর থানার মামলা নং- ৪৮(৩)১৫, জিআর নং- ৩৪১/১৫ মোট- ০১ টি জিআর মামলার ওয়ারেন্ট) এর আসামীকে অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরীর নেতৃত্বে, এসআই (নিঃ)/ মোঃ মোশারফ হোসেন, এসআই (নিঃ) আবদুল্লাহ ইবনে সাইদ, এএসআই (নিঃ) এ, কে, এম আহসানুল করিম, এএসআই (নিঃ) মোঃ রিয়াজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সহায়তায় একাদিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট এর আসামীকে অভিযান পরিচালনা করে আজ ইং ৩০/১২/২০২০ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় আসামী মোঃ মাসুদুর রহমান মাজেদ (৫০), পিতা- মৃত ইয়াদ আলী, সাং- পাতাকুর, কামারজুরী, থানা- গাছা, গাজীপুর মহানগরকে ডিএমপি ভাটারা থানাধীন হিমবাড়ী এলাকা হতে ভাটারা থানা পুলিশের সহায়তায় কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here