রাজাকারদের তালিকা প্রকাশে নতুন আইন হচ্ছে

0
112
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজাকারদের তালিকা প্রকাশের বিধান রেখে নতুন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২০’ প্রণয়ন করতে যাচ্ছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের নতুন খসড়া করেছে। এই আইন পাস হলে আগের আইন বাতিল হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৭১ সালে রাজাকার বাহিনী ও অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো তাদের তালিকা তৈরি করবে এই কাউন্সিল। তালিকা তৈরি করে তারা সরকারের কাছে দিয়ে তা প্রকাশের সুপারিশ করবে।
এছাড়া যারা মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান থাকছে প্রস্তাবিত এ আইনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here