

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে জামিলা আক্তার (৬) ও আব্দুল্লাহ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ও দুপুর দেড়টার দিকে একই উপজেলার বামনকাঠি এলাকায় পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়। নিহত জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকার আঃ বারেক এর মেয়ে ও নিহত আব্দুল্লাহ বামনকাঠি এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে। নিহত জামিলার চাচা আব্দুস শুকুর জানান, পরিবারেরর অগোচরে জামিলা পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে নিহত আব্দুল্লাহর পরিবার জানান, ঘরের পাসে থাকা পুকুরে পরিবারের অগোচরে আব্দুল্লাহ গোসল করেতে গেলে পানিতে পরে ডুবে যায়, পরে আব্দুল্লাহর বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষনিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
