

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রবীণ শিক্ষক ও আওয়ামীলীগ নেতা আবুয়াল আহসান আলম মাষ্টারকে হত্যার উদ্দেশ্যে নির্মম হামলার প্রতিবাদ এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের রাজাপুর উপজেলা কমিটির সভাপতি মাইনুল হাসান মৃধা, সহ সভাপতি বাবু নিত্যানন্দ সাহা, সাধারন সম্পাদক সমীর কুমার দাস সহ অনেকে। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ০৬ এপ্রিল রাতের উপজেলার গালুয়া এলাকায় কদরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ওৎ পেতে থাকা স্থানীয় আবুল বাশার কিসমত ও তার বাবা শাহজাহান ফরাজীর অতর্কিত হামলার শিকার হন আবুয়াল আহসান আলম মাষ্টার। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। আহত আলম মাষ্টার বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
