
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, করোনাকালের এই দুঃসময়ে সাধারণ গার্মেন্টস শ্রমিক যারা ৫ এপ্রিল থেকে খেয়ে না খেয়ে আটকা পরে আছে, তাদের খবর যেমন নেয়নি, তেমন রানাপ্লাজা ট্রাজেডিতে নিহতদের পরিবারের তো নয়ই আহতদেরও খবর নেয়নি কেউ। সরকারের শ্রম মন্ত্রণালয়, শ্রমিক বা মালিক কোন পক্ষই তাদেরকে কোন অনুদান দেয়নি। শুধু বড় বড় কথা বলে তারা, কাজের বেলা ঠনঠন, চুরি-বাটপারি-দুর্নীতিতে মত্ত।
নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শ্রমিকধারা আয়োজিত ‘করোনা ও রানাপ্লাজা ট্রাজেডিতে নিহতদের স্মরণে কোরআন তিলাওয়াত ও দোয়া’র শুরুতে তিনি উপরোক্ত কথা বলেন। ২৪ এপ্রিল সকাল ১০ টায় শুরু হওয়া এ কর্মসূচীতে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন অনশনে নতুনধারা সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় শ্রমিকধারার সহ-সভাপতি আনোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। দোয়া করেন মওলানা নূরে হাসান।
