রানীশংকৈলে অগ্রনী ব্যাংক শাখা চেয়ে গণসাক্ষরিত আবেদন যথাযথ কর্তৃপক্ষ বরাবর

0
157
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা সহ প্রতিটি উপজেলার সাথে সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা ভাল রানীশংকৈল উপজেলার। এই উপজেলায় বসবাস প্রায়-৩লক্ষ্য মানুষের। তার বেশির ভাগ মানুষ কর্মজীবি। এই উপজেলার প্রায় ৭০% ভাগ মানুষ সরকারি চাকুরি জীবি। এবং প্রতিটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় ব্যবসায়ীক ভাবে এই উপজেলার বেশ সুনাম আছে। রানীশংকৈলে ছোট বড় মিলে প্রায়- ২৫টি হাট বসে তবে বড়হাট ২টি নেকমরদ ও কাতিহার। এখানে দুর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা সিজিলান ব্যবসায় ব্যস্ত থাকে যেমন- ধান,গম,ভুট্টা, পাট, আলুসহ সবধরনের খাদ্য শষ্য ও সবজীর ব্যপক ফলন হয় এবং কাচা সবজি ও সব ধরনের খাদ্য শষ্য ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত হয়। ঠাকুরগাঁও জেলার বেশ জনপ্রিয় একটি উপজেলা এটি।
সরকারি বে-সরকারি মিলে প্রায়-১০টি ব্যাংক এর শাখা রানীশংকৈলে আছে। তবে নেই অগ্রনীব্যাংক এর শাখা। পাশের উপজেলার অগ্রনীব্যাংক এর ব্যবসায়ীক লেনদেন করেন মোঃএনামুল হক নামে এক ব্যবসায়ী তিনি বলেন যদি আমাদের রানীশংকৈলে এই ব্যাংক এর শাখা হয় তাহলে আমরা যারা পাশের উপজেলায় গিয়ে লেনদেন করছি তাদের বেশ সুবিধে হবে। সময়টা বাজবে আমাকে পাশের উপজেলায় যেতে যে সময় লাগছে এর মধ্যে এখানে ব্যাংক থাকলে সে সময়ের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে।
আরও এক সরকারি চাকুরি জীবি বলেন আগে আমার কর্মস্থল ছিল জেলা শহরে সেখানে আমার বেতন ভাতা অগ্রনীব্যাংক শাখায় আসতো আমার বদলী জনিত কারনে রাণীশংকৈলে আসা। এখানে এসে বেশ সমস্যায় পরতে হয়েছে প্রায় এক বছর যাবৎ আমাকে পাশের উপজেলা থেকে বিল বেতন তুলতে হচ্ছে। যদি কোন ভাবে অগ্রনী ব্যাংক এর শাখা রানীশংকৈলে হয় তাহলে অনেক ভাল হবে। আমার মত আরও অনেকে এ সমস্যায় আছে বলে আমার মনে হয়।
রানীশংকৈল প্রগ্রতি ক্লাব সম্পাদক- এস,কে সোহেল রানা মাসুম বলেন, আমাদের উপজেলা বেশ ব্যবসা সফল উপজেলা এখানে প্রায় ৯০%ভাগ মানুষ কর্মজীবি।ব্যবসায় বেশ সুনাম আছে বলে এ উপজেলায় দুর-দুরান্ত থেকে ব্যবসায়িরা এখানে ব্যবসার কাজে আসেন। অনেকের সাথে কথা হয় আমাদের। তারা বেশির ভাগ অগ্রনী ব্যাংক এর ব্যবসায়িক লেনদেন করেন। কিন্তু এখানে কোন শাখা না থাকায় বেশ সমস্যায় পরেন। তাছাড়া আমাদের এখানে যে সকল ব্যাংক আছে এলাকার ব্যবসায়ি ও কৃষকদের কৃষি লোন ও ব্যবসায়িক লোন এর চাহিদা ঠিকভাবে পুরণ করতে পারছে না বলে আমার জানা। ব্যাংক শাখা চেয়ে তিনিও বলেন আমরা বেশ উপকৃত হবো।
রানীশংকৈল এর সুধি সমাজের দাবি অগ্রনী ব্যাংক এর শাখা হলে অনেক মানুষের বেশ উপকার হবে এবং সময়ও বাচবে। তাই তারা যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি গণসাংক্ষরিত আবেদন প্রেরণ করে জোর দাবি জানিয়ে বলেন আপনারা আমাদের আবেদনের প্রেক্ষিতে রাণীশংকৈলে সার্বিক অবস্থা পর্যালোচনা করে জরুরী ব্যবস্থা নেবার জোর অনুরোধ রাখছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here